Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নির্বাচনি সহিংসতায় নিহত শিশু পুলিশ হেফাজতে

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও প্রতিনিধি

জুলাই ২৮, ২০২২, ০৯:৩৮ এএম


নির্বাচনি সহিংসতায় নিহত শিশু পুলিশ হেফাজতে

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ইউপির ভোটের ফল ঘোষণার পর সহিংসতায় নিহত শিশুর মরদেহ হেফাজতে নিয়েছে থানা পুুলিশ। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মেয়ে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শিশুর বাবা-চাচা ও স্থানীয়দের অভিযোগ, দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ থামাতে পুলিশ গুলি চালালে শিশুটি গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উপজেলা বাচোর ইউনিয়নের ভাংবাড়িবেল মার্কেটে বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

রাত ৮টা পর্যন্ত গুলিতে শিশু নিহতের বিষয়টি পুলিশ বা প্রশাসনের কেউ নিশ্চিত না করলেও সাড়ে ৮টার দিকে মরদেহ থানায় রেখে চলে যায় স্থানীয়রা। পুলিশ মরদেহ হেফাজতে নেয়।

আমারসংবাদ/টিএইচ

Link copied!