Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

গোসাইরহাটে দুই ব্যবসায়ীকে জরিমানা

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

জুলাই ২৮, ২০২২, ০২:৩২ পিএম


গোসাইরহাটে দুই ব্যবসায়ীকে জরিমানা

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দাশের জঙ্গল বাজারে হোটেল রেস্তোরাঁয় ভেজাল বিরোধী অভিযানে অস্বাস্থ্যকর ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্য পণ্য তৈরি করায় জাতীয় ভোক্তা অধিকার আইনে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫ টার সময় গোসাইরহাট উপজেলার দাশের জঙ্গল বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্তের নেতৃত্বে কয়েকটি হোটেল ও চাইনিজ রেস্টুরেন্টে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় দাসের জঙ্গল বাজারে হোটেল ও চাইনিজ রেস্তোরাঁয় বাসি পচাঁ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় সোহেল ফুটপার্ক নামের এক চাইনিজ রেস্টুরেন্ট ও সাইন বোর্ড বিহীন একটি হোটেলকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড করেন।

গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত। 
এই অভিযানে গোসাইরহাট থানা পুলিশ ও স্থানীয় আনসার বাহিনী সহযোগীতা করেন।

গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত বলেন, গোসাইরহাট উপজেলার প্রতিটি বাজার, হোটেল রেস্তোরাঁয় মেয়াদ উত্তীর্ণ, অস্বাস্থ্যকর ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্য পণ্য তৈরি করা সহ ভেজাল বিরোধী অভিযান গোসাইরহাট উপজেলা প্রশাসন কর্তৃক অব্যাহত থাকবে।

আমারসংবাদ/এআই

Link copied!