Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নান্দাইলে উপজেলাকে মাদকমুক্ত করার ঘোষণা এমপির

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

জুলাই ২৮, ২০২২, ০৫:৫৩ পিএম


নান্দাইলে উপজেলাকে মাদকমুক্ত করার ঘোষণা এমপির

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের দুইবারের জাতীয় এমপি মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিয়ে বলেন, আগামী ১০ দিনের মধ্যে মাদকের ডিলার ও মাদক সেবীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নান্দাইলকে মাদকমুক্ত করা হবে।

তিনি আরও বলেন, মাদক কারবারি ও মাদক সেবীদের কোন ছাড় নয়। তাদের (মাদক অপরাধীদের) পক্ষে কোন সহযোগীতাকারীকেও কোন ছাড় দেওয়া হবে না। 

বৃহস্পতিবার (২৮ জুলাই) নান্দাইল উপজেলা পরিষদ হল রুমে নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এমপি মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন এসব কথা বলেন। 

নান্দাইল উপজেলাকে জুয়া ও মাদকমুক্ত করতে তিনি পুলিশ প্রশাসনসহ সকলের সহযোগীতা কামনা করেন। 

সভায় এমপির এমন প্রস্তাবে উপস্থিত আইনশৃঙ্খলা কমিটির সকল সদস্যগণ জোরালো সমর্থন জানায় ও এমপিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 

পরবর্তীতে উক্ত প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহিত হয় এবং মাদকের বিরুদ্ধে উপজেলা পুলিশ প্রশাসনকে সর্বদা সোচ্চারসহ কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়। 

এসময় আইন শৃঙ্খলা কমিটির কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিটির প্রধান উপদেষ্ঠা এমপি মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন, উপদেষ্ঠা উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া, ভাইস চেয়ারম্যান সারোয়ার জাহান জিটু প্রমুখ। 

এছাড়া সভায় মাদক নিয়ন্ত্রন সহ উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ স্থাপনা উচ্ছেদ, সকল অবৈধ গরুর বাজারকে ডাকের আওতায় আনার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশগ্রহণ করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম আরিফ, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ভূইঁয়া, রফিকুল ইসলাম রেনু, সাইফুল ইসলাম, নান্দাইল প্রেসকাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সাংবাদিক আলম ফরাজী, রমেশ কুমার পার্থ প্রমুখ।  

 

Link copied!