Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মিঠাপুকুরে গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ

মিঠাপুকুর প্রতিনিধি

মিঠাপুকুর প্রতিনিধি

জুলাই ২৮, ২০২২, ০৯:২৭ পিএম


মিঠাপুকুরে গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ

মিঠাপুকুর উপজেলার ১ নং- খোড়াগাছ ইউনিয়নে (খোড়াগাছ)পূর্ব-পাড়ায় আম বাগানের জমি দখলের উদ্দেশ্যে আদালতের রায় অমান্য করে প্রায় শতাধিক হাড়িভাঙ্গা আমের গাছ কর্তন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। দলবদ্ধভাবে বহিরাগত সন্ত্রাসী দিয়ে দুইটি বাগানে এ হামলা চালিয়েছেন মোক্তারুল গং। এ ঘটনায় ঐ এলাকায় আতঙ্কিত হয়ে পড়েছে স্হানীয়রা।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল আনুমানিক ১১ টার সময় এ হামলা চালিয়ে গাছগুলো কর্তন করা হয় বলে জানান, বাগান দু’টির মালিক অবসরপ্রাপ্ত শিক্ষক বুলবুল হোসেন।

এতে প্রায় অপূরনীয় ক্ষতি হয়েছে বলে জানান তিনি। বাগান সংলগ্ন বাসিন্দারা জানান, দুটি মাইক্রো-যোগে এবং মোটরসাইকেলযোগে প্রায় ৭০/৮০ জন পুরুষ/মহিলা দেশীয় ছোরা,লোহার রড,তীর, বল্লম নিয়ে এসব গাছ কর্তন করে। তাদের ভয়ে কেউ এগিয়ে আসেনি। ইচ্ছামত গাছগুলো কর্তন করে তারা চলে যায়।

বাগানের মালিক বুলবুল হোসেন জানান, আম বাগানের জমিগুলো তার প্রেত্রিক এবং ক্রয়কৃত সম্পত্তি। ১০/১২ বছর আগে তিনি মিঠাপুকুর তথা খোড়াগাছের বিখ্যাত হাড়িভাঙ্গা আমের প্রায় ৫০০ চারাগাছ রোপণ করেন। কিন্তু সম্পর্কে তার চাচাত বোনের ছেলে ভাগ্নে মোক্তারুল হোসেন, ১৬২ শতাংশ জমি তার নিজের বলে কোর্টে নালিশী মামলা করে, যার মামলা এখনো বিচারধীন।

গাছ কর্তন প্রসঙ্গে অভিযুক্ত মোক্তারুল হোসেন জানান, আমার মায়ের নামে এসব জমি রয়েছে। আমি কোর্টে কোনো মামলা করিনি। আমার জমিতে আমগাছ লাগিয়েছে বুলবুল হোসেন। তাই আমি আমার আত্মীয় স্বজন নিয়ে জমি দখল করতে গিয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাওয়ায় আমরা চলে এসেছি। আমি আপাতত থানায় আছি, দেখি কি হয়।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান আমার সংবাদকে জানান, গাছ কাটার বিষয়ে আমি অবগত আছি। তবে কতগুলো গাছ কর্তন করা হয়েছে আমার জানা নাই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আমারসংবাদ/এআই

Link copied!