Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ফেনীতে ইয়ুথ জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুলাই ৩০, ২০২২, ১১:৫৫ এএম


ফেনীতে ইয়ুথ জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন

ফেনীতে ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) কেন্দ্রীয় কমিটির সভাপতি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ন্যাশাল ডেস্ক ইনচার্জ কাজী তানভীর আলাদিন ও সাধারণ সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিনিয়র সহ-সম্পাদক মহিউদ্দিন কাদের ২৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন।

নবগঠিত এ কমিটিতে সভাপতি হয়েছেন শাহজালাল ভূঞা (আমাদের অর্থনীতি, অজেয় বাংলা), সহ-সভাপতি- আতিয়ার সজল (সময় টিভি), আবদুল্লাহ আল মামুন (দীপ্ত টিভি), সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিম (বাংলানিউজ২৪.কম, দৈনিক ফেনী), যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন নুর উল্যাহ কায়সার (বণিক বার্তা, স্টার লাইন), শেখ আশিকুন্নবী সজীব (অজেয় বাংলা), সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত নাগ (ভোরের ডাক, অজেয়বাংলা), দফতর সম্পাদক শফি উল্লাহ রিপন (দেশ রূপান্তর), কোষাধ্যক্ষ তোফায়েল আহমেদ নিলয় (মোহনা টিভি, দৈনিক ফেনী), প্রশিক্ষণ ও গবেষণাবিষয়ক সম্পাদক- আফতাব উদ্দিন (নয়া পায়গাম), আপ্যায়ন ও বিনোদন সম্পাদক- মোল্লা ইলিয়াছ (ফেনী বার্তা), প্রচার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- হারুনুর রশীদ মৃধা (প্রভাত আলো) তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আরিফ আজম (ঢাকা টাইমস, ফেনীর সময়), পরিবেশবিষয়ক সম্পাদক- মুস্তাফিজ মুরাদ (দৈনিক ফেনী), সমাজকল্যাণবিষয়ক সম্পাদক- ইয়াছিন আরাফাত রুবেল (হকার্স)।

এছাড়াও কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সৌরভ পাটোয়ারী (বাংলাদেশের খবর, প্রভাত আলো), আরিফুর রহমান (যমুনা টিভি), আলী হায়দার মানিক (নয়া শতাব্দী, ফেনীর সময়), এম এমরান পাটোয়ারী (আমাদের নতুন সময়, ফেনী বার্তা), এবিএম নিজাম উদ্দিন (ইনকিলাব), আবু ইউসুফ মিন্টু (আজকের পত্রিকা), আমজাদ হোসাইন নাহিদ (প্রথম আলো), তারেক মজুমদার (হকার্স) মিজানুর রহমান (খবরপত্র) ও মুহাম্মদ মিজানুর রহমান (আমার সংবাদ, ফেনীর গৌরব)।

এর আগে গত বৃহস্পতিবার রাতে শহরের একটি মিলনায়তনে ফেনীর সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সম্পাদক ছাড়াও জেলার জ্যেষ্ঠ সাংবাদিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি আবু তাহের, দৈনিক ফেনীর সম্পাদক ও বাসসের জেলা প্রতিনিধি আরিফুল আমিন রিজভী, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক মো. ইসরাফিল হোসাইন ও সদস্য নাজমুল হক শামীম প্রমূখ উপস্থিত ছিলেন।

কেএস 

Link copied!