Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ দিন গ্যাস সরবরাহ বন্ধ

সাহিদুল ইসলাম ভূঁইয়া

জুলাই ৩০, ২০২২, ০১:৩০ পিএম


ব্রাহ্মণবাড়িয়ায় ৩ দিন গ্যাস সরবরাহ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় রোববার সকাল ৬টা থেকে ৩ আগস্ট সকাল ৬টা পর্যন্ত টানা তিন দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এরফলে জেলাবাসী তিনদিন চরম দুর্ভোগে পড়বে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌ-বন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চারলেন সড়কের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত ২৩ জুলাই বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড, প্রধান কার্যালয় কুমিল্লার প্রধান উপ-মহাব্যবস্থাপক মো. আখতারুজ্জামান স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়।

ইতিমধ্যেই সংশ্লিষ্টদের পক্ষ থেকে তিন দিন গ্যাস না থাকার বিষয়ে ব্যাপক মাইকিং করা হচ্ছে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়কের চারলেন মহাসড়ক উন্নীতকরণ প্রকল্পের কাজ চলছে।

চার লেন সড়কের ইউটিলিটি শিফটিং (উপযোগিতা হস্তান্তর) এর আওতায় সদর উপজেলার ঘাটুরা টিবিএস থেকে পুনিয়াউট নতুন বাইপাস পর্যন্ত বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃক ছয় ইঞ্চি, চার ইঞ্চি, তিন ইঞ্চি, এক ইঞ্চি ও তিন থেকে চার ইঞ্চি ব্যাস ও চার বারের চাপের গ্যাস পাইপলাইনের হক-আপ ও কমিশনিং-এর কাজ করা হবে।

সড়কের পাশ থেকে গ্যাস পাইপলাইন নিরাপদ দূরত্বে স্থানান্তরের কাজ হবে। ওই তিনদিন ব্রাহ্মণবাড়িয়া সদর এবং সরাইলের আবাসিক ও বাণিজ্যিক এলাকায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।

আমারসংবাদ/এআই 

Link copied!