Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

এক কাঁঠাল বিক্রি হল ২৬ হাজার টাকায়

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জুলাই ৩০, ২০২২, ০৫:৪৩ পিএম


এক কাঁঠাল বিক্রি হল ২৬ হাজার টাকায়

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাঝারি আকারের একটি কাঁঠাল ২৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। কাঁঠালটি ২৬ হাজার টাকায় ক্রয় করেছেন উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের প্রবাস ফেরত তরুণ কাঞ্চন মিয়া(৩৫)।

জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর পরমানন্দপুর পূর্বপাড়া জামে মসজিদের গাছের একটি কাঁঠাল নামাজ পড়তে আসা মসল্লিদের মধ্যে কেনার জন্য দাম হাঁকাহাঁকি হয়। ১ হাজার টাকা থেকে  দাম হাঁকানো শুরু হয়। প্রায় আধা ঘন্টা পর্যন্ত মসল্লিদের মধ্যে দাম হাঁকাহাঁকি হয়। শেষে ২৬হাজার টাকা দাম হেঁকে কাঁঠালটি পায় প্রবাস ফেরত কাঞ্চন মিয়া।

এ ব্যাপারে কাঞ্চন মিয়া বলেন, আল্লাহর ঘরের গাছের কাঁঠাল, তাই মনের তৃপ্তির জন্য কিনেছি। আশা করি খেয়ে প্রশান্তি পাবো।

এ ব্যাপারে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালাম খান বলেন, আমাদের মসজিদের কাঁঠালটি ২৬হাজার টাকায় বিক্রি হয়েছে। আমরা খুশি হয়েছি। এই ২৬হাজার টাকা মসজিদের উন্নয়ন কাজে লাগানো হবে।

কেএস 

Link copied!