হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
জুলাই ৩০, ২০২২, ০৫:৫৪ পিএম
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
জুলাই ৩০, ২০২২, ০৫:৫৪ পিএম
চট্টগ্রামের হাটহাজারীতে লাকী আক্তার (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে মডেল থানার পুলিশ।
শনিবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ডের ফটিকা এলাকার শিকদার মঞ্জিল নামের একটি সেমি পাকা ভাড়া বাসা থেকে মডেল থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মরদেহটি উদ্ধার করেন।
লাকী আক্তার উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল মনসুর আলী তালুকদার বাড়ির বাসিন্দা বলে জানা গেছে।
জানাযায়, গত তিনদিন হলো তারা এই বাসায় ভাড়াটিয়া হিসেবে উঠেন, তবে ঘরে ব্যবহারিক কোন আসবাবপত্র ছিলো না, খাওয়াদাওয়া করতে পাশের একটি ঘরে। সকালে লাকী আক্তারের স্বামী কাজে যাওয়ার কথা বলে রেখেছিল পাশের ঘরটিতে। সকাল ৮টার দিকে যখন পাশের ঘরের সেই মহিলা লাকী আক্তারের স্বামীকে ডাকতে যায় তখন দেখে লাকী আক্তারের স্বামী ঘরে নাই। মেঝেতে পড়ে আছে লাকী আক্তারের মৃতদেহ। নাকেমুখে ফেনা দেখে মাথা চক্কর দেয় মহিলাটির। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে মডেল থানার ওসি (তদন্ত) রাজীব শর্মা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে, মামলা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেএস