Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কালিহাতীতে এনজিও মাঠ কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

জুলাই ৩১, ২০২২, ০২:৪৬ পিএম


কালিহাতীতে এনজিও মাঠ কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় পারভেজ (২২) নামের এক এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩১ জুলাই) সকাল ১০ টায় উপজেলার এলেঙ্গা পৌরসভার বাংলার মেলা সংস্থা (বিএমএস) এনজিও অফিসের দ্বিতীয় তলার অফিস রুম থেকে পুলিশ লাশটি উদ্ধার করেন।  

নিহত পারভেজ টাঙ্গাইল সদর উপজেলার হিরাকুটা গ্রামের বাহর আলীর ছেলে। তিনি ওই এনজিওর মাঠ সংগঠক হিসেবে কর্মরত ছিলেন।

বাংলার মেলা সংস্থা এনজিওর ম্যানেজার রেজাউল করিম রঞ্জু জানান, প্রতিদিন রাতে পারভেজ কাজ শেষে অফিস রুমে ঘুমান। সকালে অফিসে অন্য কর্মীরা তাকে ডাকাডাকি করেন। কিন্তু কোনও সাড়া না পেয়ে রুমের জানালা দিয়ে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান তথ্য নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কেএস 

Link copied!