Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি লুৎফুর, সম্পাদক পারভেজ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

জুলাই ৩১, ২০২২, ০৪:৩৮ পিএম


কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি লুৎফুর, সম্পাদক পারভেজ

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের কুমিল্লা জেলা প্রতিনিধি মো. লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের সময় প্রতিনিধি সাইয়িদ মাহমুদ পারভেজ নির্বাচিত হয়েছেন।

দীর্ঘ ৮ বছর পর শনিবার (৩০ জুলাই) বিকাল তিনটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়। 
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহসভাপতি দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক মো. রফিকুল ইসলাম ও ডেইলি অবজারভার প্রতিনিধি নজরুল ইসলাম দুলাল, সহ-সাধারণ সম্পাদক সময় টিভি প্রতিনিধি বাহার রায়হান, সাংগঠনিক সম্পাদক নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের প্রতিনিধি হুমায়ুন কবির জীবন, দপ্তর সম্পাদক চ্যানেল টুয়েন্টি ফোর প্রতিনিধি জাহিদুর রহমান, পাঠাগার সম্পাদক দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান খান, সাহিত্য-সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক দৈনিক শ্রমিকের বার্তা সম্পাদক আরিফ সেলিম ওপেল।

১৭ সদস্যের এই কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- অর্থ সম্পাদক মোহনা টিভির প্রতিনিধি তাওহীদ হোসেন মিঠু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন- দৈনিক শিরোনামের মোতাহার হোসেন মাহবুব, এনটিভি প্রতিনিধি অধ্যাপক জালাল উদ্দিন, দৈনিক কুমিল্লার আলোর ওমর ফারুকী তাপস, ডেইলি আওয়ার টাইম প্রতিনিধি মাহবুব আলম বাবু, জিটিভি প্রতিনিধি সেলিম মুন্সি।

এদিকে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

কেএস 

Link copied!