Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পীরগঞ্জে কঙ্কাল চুরির ঘটনায় থানায় মামলা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

জুলাই ৩১, ২০২২, ০৬:২৪ পিএম


পীরগঞ্জে কঙ্কাল চুরির ঘটনায় থানায় মামলা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পৌর শহরের পীরডাঙ্গী গোরস্তানের ১৮ টি কবর থেকে কঙ্কাল চুরির ঘটনায় পীরগঞ্জ থানায় মামলা হয়েছে।

শনিবার (৩০ জুলাই) রাতে শেখ সমসের আলী নামের এক ব্যক্তি বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে  এই মামলা দায়ের করেন।

মামলার বাদী শমসের আলী জানান, বছর আগে তার মাতা মারা গেছে। তাকে পীরডাঙ্গী গোরস্তানে দাফন করা হয়। তার মায়ের কবরসহ অন্যান্যদের কবর খুড়ে শুক্রবার রাতে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম।

তিনি জানান, কবর স্থান থেকে পুরোনো ১৭ টি কবর খুড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত আসামীরা এমন অভিযোগে থানায় সংখ্যা ছাড়া (অজ্ঞাতনামা) মামলা হয়েছে।

বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে পীরডাঙ্গী গোরস্তানের প্রায় ১৮টি পুরাতন কবর খুড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটে। শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে মানুষের ঢল নামে সেখানে। ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান ও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।

কেএস 

Link copied!