Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কালিহাতীতে বজ্রাপাতে কলেজছাত্র নিহত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

জুলাই ৩১, ২০২২, ০৮:১০ পিএম


কালিহাতীতে বজ্রাপাতে কলেজছাত্র নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রাপাতে হাসান মন্ডল ( ১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২ জন।

রোববার (৩১ জুলাই) বিকেলে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ঘড়িয়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত হাসান মন্ডল ওই গ্রামের হুরমুজ আলী মন্ডলের ছেলে। সে নগরবাড়ী হাজী আবুল হাসেম বিএম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, কলেজছাত্র হাসান মন্ডল তার বন্ধুদের সাথে ঘড়িয়া পূর্ব পাড়া চকে বৃষ্টির মধ্যে ফুটবল খেলছিলেন। এসময় হঠাৎ করে বজ্রাপাত হলে হাসান মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে রয়েছেন।

নারান্দিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মাসুদ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কেএস 

Link copied!