Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষার্থী আহত, বিক্ষোভ-অগ্নিসংযোগ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ১, ২০২২, ০৩:৪৫ পিএম


মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষার্থী আহত, বিক্ষোভ-অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাইওয়ে পুলিশের রিকুইজিশন করা গাড়ির ধাক্কায় অটোরিকশা খাদে পড়ে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা মাইক্রোবাসটি ভাংচুর চালিয়ে এতে আগুন ধরিয়ে দেয়।

সোমবার (১ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজারে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, আমরা প্রাথমিকভাবে দুর্ঘটনার খবর পেয়েছি। একটি অটোরিকশায় কয়েকজন শিক্ষার্থী ছিল। হাইওয়ে পুলিশের রিক্যুইজিশন করা একটি মাইক্রোবাসের সাথে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে একজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পেয়েছি। পরে এলাকাবাসী সেখানে বিক্ষোভ করেন। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। আমরা আহতদের নাম ঠিকানা জানার চেষ্টা করছি।

কেএস 

Link copied!