করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আগস্ট ১, ২০২২, ০৫:২০ পিএম
করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আগস্ট ১, ২০২২, ০৫:২০ পিএম
কিশোরগঞ্জের করিমগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্টকার্ড বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১ আগস্ট) বিকাল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) সংসদীয় আসনের সাংসদ জাপা মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু।
উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু`র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হান্নান মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, পৌর মেয়র হাজী মুসলেহ উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মেহেদী উল আলম, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য কামরুল ইসলাম চৌধুরী মামুন, করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. জশনাল আবেদীন, করিমগঞ্জ উপজেলা (ইউনিয়ন) চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি কামরুল আহসান কাঞ্চন ও অন্যান্য ইউপি চেয়ারম্যানগণ প্রমুখ।
ইউএনও জানান, মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়ের প্রেরিত ১৪২ বীর মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সনদ ও ১৩৬ জনকে স্মার্টকাড বিতরণ করা হয়। এই স্মার্টকার্ডের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের জন্য সব সরকারি সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।
কেএস