Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বঙ্গবন্ধুর সমাধিতে বোয়ালখালী পৌরসভার শ্রদ্ধা নিবেদন

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

আগস্ট ১, ২০২২, ০৭:০৬ পিএম


বঙ্গবন্ধুর সমাধিতে বোয়ালখালী পৌরসভার শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বোয়ালখালী পৌরসভা।

বোয়ালখালী পৌরমেয়র জহুরুল ইসলাম জহুরের নেতৃত্বে সোমবার (১ আগস্ট) বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ’৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন মুহাম্মদ আবুল হোসাইন।

এদিকে মেয়র জহুরুল ইসলাম জহুর এর সফরসঙ্গীদের সঙ্গে নিয়ে গোপালগঞ্জের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। মাজার চত্বরে বঙ্গবন্ধুর জীবন আদর্শ ও দর্শন নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় ও অংশ নেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র আরিফ উদ্দিন জুয়েল, কাউন্সিলর সুনিল চন্দ্র ঘোষ, ইসমাঈল হোসেন চৌ. আবু, হাজি নাছের আলী, মোহাম্মদ পারভেজ, জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোবাইদা বেগম, শাহানাজ পারভিন নিলু, পৌর সচিব মোশারফ হোসেন, সহকারি প্রকৌশলী মিনাল কান্তি ধর, উপ-সহকারি প্রকৌশলী কামরুজ্জান, হিসাব রক্ষক মুজিবুর রহমান, কর নির্ধারক শাহেদউল্লাহ, কর আদায়কারি প্রবীর কান্তি পাল, কার্য-সহকারি মোঃ মনিরুজ্জান, মেয়রের একান্ত সহকারি সচিব সাইফুদ্দিন খালেদ প্রমূখ।

কেএস 

Link copied!