Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পাকুন্দিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ২, ২০২২, ০১:৫৭ পিএম


পাকুন্দিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন

কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দি চৌরাস্তায় জমি সংক্রান্ত জেরে প্রতিবেশীর দা’য়ের কোপে একজন নিহত হয়েছে।

নিহত নাসির উদ্দিন (৪০) উক্ত গ্রামেরই আ: করিম মন্ডলের ছেলে।

নিহত নাসিরের বোনের বক্তব্যে জানা যায়, প্রতিবেশী চাচাত ভাই স্বপন পিতা: আ: বাতেন মিয়ার সাথে জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলছিলো।  

মঙ্গলবার (২ আগস্ট) সকালে উক্ত জমি থেকে কলা আনতে গেলে উভয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে স্বপন তার হাতে থাকা দা দিয়ে নাসিরকে আঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার ওসি সারোয়ার জাহান উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে, তদন্ত হলে বিস্তারিত জানা যাবে।

কেএস 

Link copied!