Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাকেরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাকেরগঞ্জ প্রতিনিধি

বাকেরগঞ্জ প্রতিনিধি

আগস্ট ২, ২০২২, ০৪:৩৬ পিএম


বাকেরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া "তোহা" বাজারের ৭টি অবৈধ স্থাপনা (দোকান) উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক এ অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করেন।

সূত্রে জানা যায়, উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া "তোফা" বাজারের জমিতে সরকারি আদেশ অমান্য করে দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট অবৈধভাবে জমি দখল করে দোকান ঘর নির্মাণ করে ভাড়া দিচ্ছে। এ অবৈধ স্থাপনা নির্মাণ করার খবর পেয়ে অভিযানে নামেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক।

অভিযানে তিনি সরকারি আদেশ অমান্য করে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া "তোহা" বাজারের ৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

কেএস 

Link copied!