Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

রোহিঙ্গা ক্যাম্পে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, গুলিবিদ্ধ ১

সফিউল আলম, কক্সবাজার

সফিউল আলম, কক্সবাজার

আগস্ট ২, ২০২২, ০৬:০৮ পিএম


রোহিঙ্গা ক্যাম্পে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, গুলিবিদ্ধ ১

কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশের সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হয়ে আহত মোহাম্মদ কাওসার, ১৬ এপিবিএন এর কনস্টেবল।

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৬ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নূর জানান, টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকের পাহাড়ি এলাকায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থানের খবর পেয়ে এপিবিএনের একটি টিম মঙ্গলবার দুপুরে অভিযান চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার সাথে সাথে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি
ছুড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে এসময় সন্ত্রাসীরা পাহাড়ের ভেতরে পালিয়ে যায়। সন্ত্রাসীদের গুলিতে এসময় মোহাম্মদ কাওসার নামে এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়। তাকে আশংকাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

এপিবিএন অধিনায়ক আরো জানান, পাহাড়ে অবস্থানকারীরা রোহিঙ্গা ডাকাত গ্রুপের সদস্য। তাদের গ্রেপ্তার পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

আমারসংবাদ/এআই 

Link copied!