Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

সিরাজদীখানে হলদে পাখি সমপ্রসারণ বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ২, ২০২২, ০৬:৩২ পিএম


সিরাজদীখানে হলদে পাখি সমপ্রসারণ বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের সিরাজদীখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি সমপ্রসারণ বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

জেলা গার্ল গাইডস এসোসিয়েশনের আয়োজনে এবং বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের সহযোগিতায় মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

জেলা গার্ল গাইডস এসোসিয়েশনের জেলা কমিশনার শিউলী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর।

সিরাজদীখান গার্ল গাইডস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জিনিয়া সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন-ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন।

আরো উপস্থিত ছিলেন জেলা গার্ল গাইডস এসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক কামরুন্নাহার, কোষাধ্যক্ষ তাছলিমা বেগম,সিরাজদীখান স্থানীয় কমিশনার জেসমিন সুলতানা সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবকবৃন্দ।

ওয়ার্কশপে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা,ছেলে ধরা সম্পর্কে সচেতনা বৃদ্ধি ,শিশুদের লেখাপড়ার প্রতি মনযোগী হওয়া, শিশু পাচার, সেনিটেশন, ব্যক্তিগত স্বাস্থ্য পরিচ্ছন্নতা, শিশুর প্রতি সহিংহতা প্রতিরোধ, তথ্য পরিবেশন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আমারসংবাদ/এআই

Link copied!