Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফরিদপুরে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

আগস্ট ২, ২০২২, ০৭:১৯ পিএম


ফরিদপুরে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

ফরিদপুরে বজ্রপাতে জাহিদ মোল্লা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত জাহিদ সদর উপজেলার দুর্গাপুর-মোল্লাপাড়া নামক এলাকার সমির মোল্লার ছেলে।

মঙ্গলবার (২ আগস্ট) বিকালে জেলা সদর উপজেলার দুর্গাপুর এলাকায় বজ্রপাতে এ নিহতের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জাহিদ মোল্লা মাঠে সবজির বীজ বপন করতে গেলে বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হঠাৎ মৃত্যুতে পরিবারের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যু খবর শুনে এলাকাবাসী এক নজর দেখার জন্য তার বাড়ীতে ভিড় করছেন।

বাদ এশা জানাজার নামাজ সম্পন্ন হলে স্থানীয় গোরস্থানে কৃষক জাহিদের দাফন সম্পন্ন করা হবে বলে নিহতের পারিবারের পক্ষ থেকে জানিয়েছেন।

এর সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

কেএস 

Link copied!