Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

সাদুল্লাপুরে বেশি দামেও মিলছে না ইউরিয়া সার

সাদুল্লাপুর প্রতিনিধি

সাদুল্লাপুর প্রতিনিধি

আগস্ট ২, ২০২২, ০৭:২০ পিএম


সাদুল্লাপুরে বেশি দামেও মিলছে না ইউরিয়া সার

গাইবান্ধার সাদুল্লাপুরের হঠাৎ করে উধাও হয়ে গেছে ইউরিয়া ও পটাশ সার। বেশি দামেও মিলছে না সার। লোক চিনে খুচরা বিক্রেতা দেখে পরিবেশকরা এলাকা ছাড়া বাহির এলাকায় বেশি দামে বিক্রি করছে দোকানদাররা। সাধারণ কৃষক কিনতে গেলে নেই বলে সাফ জানিয়ে দিচ্ছেন তারা। প্রতি বস্তা ৫০ কেজি ওজনের ইউরিয়া ১০৯০-১১০০, পটাশ ১৩৬০-১৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

মঙ্গলবার (২ আগস্ট) উপজেলার কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন বাজারের সারের পরিবেশকদের নিকট ক্রেতা সেজে সার কিনতে গেলে বাড়তি দাম নেওয়ার সত্যতা পাওয়া যায়।

কৃষকদের অভিযোগ বাড়তি দাম দিলেও মিলছে সার। হঠাৎ সারের দাম বাড়ায় বিপাকে পড়েছে কৃষক। এমনিতেই কৃষিতে প্রতিনিয়ত লোকসান গুনতে গুনতে পিঠ আমাদের দেয়ালে ঠেকেছে। তার উপর অতিরিক্ত দাম বড়লোকরাই বড় লোক হচ্ছে। এক বস্তা সারে ব্যবসায়ীরা লাভ করছে তিনশত-সাতশত টাকা।

সারের বাড়তি দামের বিষয়টি উপজেলা কৃষি অফিসার মতিউল আলমকে জানানো হলে তিনি বলেন, বাড়তি দামের সার এখনও ডিও হয়নি পরিবেশদের নিকট। যে ইউরিয়া ও পটাশ সার রয়েছে তা প্রতি বস্তা ইউরিয়া ৮০০ ও পটাশ ৭৫০ টাকায় বিক্রি করার কথা। বাড়তি নেয়ার সুযোগ নেই। বিষয়টি ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে বলে।

তিনি আরও বলেন, তাছাড়া এক এলাকার সার অন্য এলাকায় বিক্রি করা নিষেধ।

একই কথা বলেন, সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম।

আমারসংবাদ/এসএম

Link copied!