Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সাপের কামড়ে প্রাণ গেলো শিশুর

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

আগস্ট ২, ২০২২, ০৭:৩৩ পিএম


সাপের কামড়ে প্রাণ গেলো শিশুর

ফরিদপুরের আলফাডাঙ্গায় বাড়ির পাশে খেলা করতে গিয়ে সাপের কামড়ে কথা আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। কথা আক্তার ওই এলাকার পান বিক্রেতা মিঠু মোল্যার মেয়ে। সে স্থানীয় পবনবেগ নূরাণী এতিমখানা মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী।

সোমবার (১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে বাড়ির আঙ্গিনায় খেলা করার সময় শিশুটির পায়ের আঙ্গুলে কী যেন একটা কামড়ে দেয়। এতে তার ব্যথা শুরু হলে পরিবারের লোকজনকে জানায়। শিশুটির বর্ণনা শুনে তার পরিবারের লোকজন শিশুটিকে দ্রুত আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ এস এম সায়েম এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে। ধারণা করা হচ্ছে, বিষাক্ত সাপের কামড়ে শিশুটির মৃত্যু হয়েছে।

কেএস 

Link copied!