Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কক্সবাজারে হোটেল থেকে চিরকুটসহ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার প্রতিনিধি

আগস্ট ৩, ২০২২, ১১:৫৮ এএম


কক্সবাজারে হোটেল থেকে চিরকুটসহ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের দি আলম গেস্ট হাউস নামক একটি হোটেলে চিরকুট লিখে কাউসার (২৬) নামের এক পর্যটক আত্মহত্যা করেছেন। এর জন্য অন্য কেউ দায়ী নয় বলে চিরকুটে উল্লেখ করেছেন ওই পর্যটক।
বুধবার (৩ আগস্ট) সকালে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম এ তথ‌্য জানিয়েছেন। 

এর আগে মঙ্গলবার (২ আগস্ট) রাত ১০টার দিকে শহরের কলাতলী পর্যটন জোনের হোটেল দ্য আলমের ৪০৬ নম্বর কক্ষে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত ব্যক্তি জয়পুরহাট সদরের সানাউল মাদরাসা এলাকার দিঘীপাড়া গ্রামের মো. মোফাজ্জল হোসেনের ছেলে কাউসার (২৬)।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, মঙ্গলবার দুপুরেই ওই পর্যটক কক্ষটি ভাড়া নেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

তিনি আরো জানান, ওই ব্যক্তি বিষাক্ত ওষুধ খেয়ে  আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, তা এখনো জানা যায়নি। তার কাছ থেকে বেশ কয়েকটি চিরকুট উদ্ধার করা হয়। যেখানে তিনি তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি।

দি আলম গেস্ট হাউস হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, কাউসার মঙ্গলবার দুপুর থেকে এই হোটেলে অবস্থান করছিলেন।

 

আমারসংবাদ/টিএইচ

Link copied!