Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বরিশালে সাংস্কৃতিক কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

আগস্ট ৩, ২০২২, ০৪:২৪ পিএম


বরিশালে সাংস্কৃতিক কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

গলায় ফাঁস দেয়া অবস্থায় বরিশালে সাংস্কৃতিক কর্মী এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (৩ আগস্ট) সকালে বরিশাল নগরীর উত্তর মল্লিক রোডের বাসা থেকে সামসুন্নাহার নিপা (২৫) নামে যুবতীর লাশ উদ্ধার করা হয়। নিপা নগরের উত্তর মল্লিক রোডের জাহান ম্যানসনের মৃত ফজলুল করিমের কন্যা।

বরিশাল কোতয়ালি মডেল থানার এসআই আকলিমা বেগম জানান, ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় নিপার লাশ উদ্ধার করা হয়েছে। নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফাঁস দেয়ায় গলায় একটি কলো দাগ ছাড়া আর কোন চিহৃ নেই তার শরীলে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে বলে জানান এস আই আকলিমা জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ওসি আজিমুল করিম।

কেএস 

Link copied!