Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

ভালুকায় সেভেন স্টার হোটেলকে জরিমানা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

আগস্ট ৩, ২০২২, ০৬:২৪ পিএম


ভালুকায় সেভেন স্টার হোটেলকে জরিমানা

ময়মনসিংহের ভালুকায় খাবার হোটেলের তরকারিতে তেলাপোকা পাওয়ায় সেভেন স্টার হোটেল কর্তৃপক্ষকে ৪০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (৩ আগস্ট) দুপুরে যায়যায়দিন পত্রিকার ভালুকা উপজেলা প্রতিনিধি শফিউল্লাহ আনসারী তার সহকর্মী ৬ জন শিক্ষককে নিয়ে খাবার খেতে গেলে তরকারির ভিতর তেলাপোকা পাওয়া যায়। এ বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে অবগত করলে তারা শিক্ষক ও সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনকে অবগত করলে তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে সেভেন স্টার হোটেল কর্তৃপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। এ ব্যাপারে হোটেল কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন জানান, অনিয়ম পেয়েছি তাই আইন অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কেএস 

Link copied!