Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ইজিবাইক ছিনতাইর মামলায়

বাউফল পৌরসভার কাউন্সিলর বরখাস্ত

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

আগস্ট ৩, ২০২২, ০৬:৩৪ পিএম


বাউফল পৌরসভার কাউন্সিলর বরখাস্ত

ইজিবাইক ছিনতাই‍‍`র মামলায় বাউফল পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হারুন মল্লিককে (৪৫) সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আবদুর রহমান তাকে সাময়িক ভাবে বরখাস্ত করেন।

বুধবার (৩ আগস্ট) এ সংক্রান্ত পত্রপ্রাপ্তির কথা স্বীকার করেছেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক।

জানা গেছে, কাউন্সিলর হারুন মল্লিক কয়েক মাস আগে মাদারীপুর জেলায় ইজিবাইক ছিনতাই করতে গিয়ে হাতেনাতে আটক হন। তার বিরুদ্ধে ওই জেলার ডাসা থানায় একটি ছিনতাইর মামলা দায়ের করা হয়। এছাড়াও পটুয়াখালী সদর থানায় তার বিরুদ্ধে জিআর ৪৫৮/১৯ তারিখ ১৩/৯/২০১৯, বাউফল থানায় মামলা নং ২০ তারিখ ৩১/০১/২০২২ বিভিন্ন অপরাধে মামলা চলমান রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘ দিন কারাভোগ করেছেন। যা স্থানীয় সরকার (পৌরসভা) আইন২০৯৯ এর ধারা ৩১(১) অনুসারে শাস্তিযোগ্য অপরাধ বিধায় কাউন্সিলর হারুন মল্লিককে পৌর আইন ২০০৯ এর ধারা ৩২(১)(খ) ও (ঘ)উপধারা মোতাবেক দোষী সাব্যস্থ করে একই আইনের ৩১(ক) অনুযায়ি তাকে ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদ থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়।

কেএস 

Link copied!