পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আগস্ট ৪, ২০২২, ০১:৪৪ পিএম
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আগস্ট ৪, ২০২২, ০১:৪৪ পিএম
ধারাবাহিক লোডশেডিং, নিত্যপন্যে লাগামহীন ঊর্ধ্বগতি, তারেক রহমান, বেগম খালেদা জিয়াকে মুক্তি দাবি, ভোলায় যুবদলের দুই নেতা হত্যার প্রতিবাদে বরগুনার পাথরঘাটা উপজেলা যুবদলের মিছিলে ছাত্রলীগের হামলা হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে। এসময় পুলিশ ছত্রভঙ্গ করে দেয়।
বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, পৌর যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক সোহেল পহলান, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আবু বকর মেছাল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন, পৌর যুবদলের নেতা বাইজিত বোস্তামি, নান্টুসহ আরও অনেকে।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম জামাল বলেন, ধারাবাহিক লোডশেডিং, নিত্যপন্যে লাগামহীন ঊর্ধ্বগতি, তারেক রহমানকে দেশের ফিরিয়ে আনা, বেগম খালেদা জিয়াকে মুক্তি দাবি, ভোলায় যুবদলের দুই নেতা হত্যার প্রতিবাদে পাথরঘাটা উপজেলা যুবদলের মিছিল দিয়ে দলীয় কার্যালয়ে আসা মাত্রই ছাত্রলীগ হামলা করে। এতে আমাদের নেতাকর্মী আহত হয়েছে। তাদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
এ বিষয় পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ওয়ালিদ মক্কি বলেন, আমরা কোন মারধর করিনি বা হামলাও করিনি। শুধু তাদের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে তাদের মিছিল বন্ধ করতে বলেছি।
পাথরঘাটা থানার উপপরিদর্শক (এস.আই) শহিদুল ইসলাম বলেন, আমাদের পুলিশ টহল দিয়েছে এবং দুপক্ষকে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে।
কেএস