Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বোয়ালমারীতে পুলিশ-চেয়ারম্যানের চাপে কলেজছাত্রীকে ফেরত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

আগস্ট ৪, ২০২২, ০৪:১৬ পিএম


বোয়ালমারীতে পুলিশ-চেয়ারম্যানের চাপে কলেজছাত্রীকে ফেরত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের পাটিতাপাড়া গ্রামের নিখোঁজ কলেজছাত্রীকে ফেরত দিলেন কলেজছাত্র। বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ৯ টার দিকে সাতৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার নাজিরুল ইসলামের বাড়িতে চেয়ারম্যান মাতুব্বরদের উপস্থিতিতে ওই ছাত্রীর অভিভাকদের কাছে বুজে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, ঘোষপুর ইউপি চেয়ারম্যান মো. ইমরান হোসেন নবাব, সাতৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার নাজিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ সাহিদুল ইসলাম সজল।

উল্লেখ্য গত ২ আগস্ট বিকেল ৫টার দিকে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়ে পূ্বকাদিরদী নামক স্থানে গিয়ে নিখোঁজ কাদিরদী ডিগ্রি কলেজের এইচএসসির প্রথম বর্ষের ছাত্রী দিশা রানী দাস। নিখোঁজের ঘটনায় ওই ছাত্রীর বাবা দিলিপ দাস থানায় জিডি করেন। পরে জানতে পারেন ছাত্রীকে নিয়ে গেছে একই উপজেলার সাতৈর ইউনিয়নের প্রেমতারা গ্রামের আজিজুল মুম্সির কলেজ পড়ুয়া ছেলে জায়েদ মুন্সি (২০)।

৩ আগস্ট সকালে ঘোষপুর ইউপি চেয়ারম্যান মো. ইমরান হোসেন নবাব ও থানা পুলিশ ছাত্রের পরিবারকে ১২ ঘণ্টার মধ্যে ছাত্রীকে হাজির করার নিদেশ দেন।

ছাত্রীর বাবা দিলিপ দাস বলেন, মেয়েকে ফেরত পেয়েছি বৃহস্পতিবার সকালে।

চেয়ারম্যান ইমরান হোসেন নবাব, সৈয়দ সাহিদুল ইসলাম সজল সহ একাধিক ব্যক্তি বলেন, কলেজ ছাত্রী ও ছাত্র দুজনেই আদালতের মাধ্যমে বিয়ে করেছেন ২ আগস্ট এবং মেয়ে আদালতের মাধ্যমে মুসলিম ধর্ম গ্রহণ করেছে। বিয়ে এবং ইসলাম ধর্ম গ্রহণের সকল কাগজপত্র তারা দেখিয়েছে।

আমারসংবাদ/এসএম

Link copied!