Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫,

ফরিদপুরে ছাগল চুরির অভিযোগে ইউপি মেম্বার কারাগারে

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

আগস্ট ৪, ২০২২, ০৯:০১ পিএম


ফরিদপুরে ছাগল চুরির অভিযোগে ইউপি মেম্বার কারাগারে

ফরিদপুরের মধুখালী উপজেলায় ছাগল চুরির মামলায় কামালদিয়া ইউনিয়নে ৫ নং ওয়ার্ডের মেম্বার আলম মোল্যাসহ দুজনকে গ্রেফতার পুলিশ। বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকালে তাদের ফরিদপুরের ১ নম্বর আমলী আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক মো. ফারুক হোসেন তাদেরকে কারাগারে প্রেরণ করে।

আটক অপর ব্যক্তি হলেন, জুবায়ের হোসেন। তাদের বাড়ি ওই ওয়ার্ডের মাকড়াইল গ্রামে।

অভিযোগকারী পারুল বেগম জানান, আমি এবং আমার ছেলে পারভেজ বুধবার সকাল ৯ টায় ফরিদপুর বিজ্ঞ আদালতে হাজিরা দিয়ে দুপুরে বাড়িতে এসে দেখি আমার ছাগল নেই। পরে অনেক খোঁজাখুঁজি করি। এরপরে জামালপুর হাটে যেয়ে দেখি আমার ছাগল ব্যাপারী এরশাদ ক্রয় করছে মেম্বার আলম শেখের কাছ থেকে। পরে মধুখালী থানা পুলিশের সহযোগিতায় ছাগলটি উদ্ধার করি এবং থানায় মামলা করি।

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কামালদিয়া ইউনিয়নের মাকড়াইল গ্রামে ৫ নম্বর ওয়ার্ডে বাসিন্দা পারুল বেগম বাদী হয়ে ছাগল চুরির একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়ায় রাতে মামলা দায়ের করা হয়। আসামীদেরকে বুধবার রাত ১১টায় আটক করা হয়েছে।

আমারসংবাদ/এসএম

Link copied!