Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

টাঙ্গাইলের মহাসড়কে রেল সেতুর সাইট চিফ অফিসারের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

আগস্ট ৬, ২০২২, ০২:১১ পিএম


টাঙ্গাইলের মহাসড়কে রেল সেতুর সাইট চিফ অফিসারের মৃত্যু

টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন রেল সেতুর ওটিজি কম্পানির সাইট চিফ অফিসার নিহত হয়েছে।

শনিবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে বঙ্গবন্ধুসেতু পূর্ব রেল স্টেশন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ওই চিফ অফিসার নরসিংদীর শাহ আব্দুল মঈন বলে জানা গেছে।

পুলিশ জানায়, সকালে বঙ্গবন্ধুসেতু পূর্ব রেল স্টেশন এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান শাহ আব্দুল মঈন। তখন পেছন থেকে একটি গাড়ি তাকে চাপা দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মঈনকে মৃত ঘোষনা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কেএস 

Link copied!