Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পেকুয়ায় এতিমখানার জমি দখলের চেষ্টা

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

আগস্ট ৬, ২০২২, ০৪:১০ পিএম


পেকুয়ায় এতিমখানার জমি দখলের চেষ্টা

কক্সবাজারের পেকুয়ায় দাবিকৃত চাঁদা না দেয়ায় এবার এতিমখানার জমি দখলের চেষ্টায় মেতেছে একদল দুর্বৃত্ত। সংঘবদ্ধ হয়ে একদল দুর্বৃত্ত লাঠিসোটা নিয়ে এতিমখানার জায়গায় হানা দেয়। এ সময় চরম উত্তেজনা দেখা দেয়। ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। গত কয়েকদিন ধরে কয়েক দফা জবর দখলের চেষ্টা চালানো হয়। পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানায়, ২০১৮ সালে রাজাখালী নতুনঘোনায় মোহাম্মদিয়া আনোয়ারুল উলুম আহমদিয়া হেফজখানা ও এতিমখানা প্রতিষ্ঠিত হয়েছে। স্থানীয় আনোয়ার হোসেন নামের এক সৌদি প্রবাসি ৫২ শতক জমি ক্রয় করে সেখানে ওই প্রতিষ্ঠানটি গড়ে তুলেন। ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজী শিক্ষারও ব্যবস্থা রয়েছে প্রতিষ্ঠানে। প্রাথমিক ও নিন্মমাধ্যমিক স্তরের পাঠ্যক্রমও চালু রয়েছে।

প্রতিষ্ঠানের পরিচালক শাহদাত হোসেন আরিয়ান বলেন, আমার বাব প্রতিষ্ঠানটি তীলে তীলে গড়ে তুলেন। নিজস্ব অর্থায়ন থেকে শিক্ষকদের বেতন ভাতা দিচ্ছেন। এতিমদের ভরণ পোষণ ও খাওয়া দাওয়ার ব্যবস্থাও ব্যক্তিগত অর্থায়ন থেকে হয়। সম্প্রতি নতুনঘোনা এলাকার আজিম উদ্দিন প্রকাশ আজুর নেতৃত্বে একটি চক্র এতিমখানার জায়গার উপর কুদৃষ্টি দেয়। তারা চাঁদাদাবী করছে। চাঁদা না দেয়ায় জায়গা জবর দখলের চেষ্টায় মেতেছে। এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।

হেফজখানার শিক্ষক মৌলভী সাইফুল ইসলাম বলেন, এখানে এতিমদের পড়ালেখা হয়। কিন্তু হঠাৎ এক শ্রেনীর লোক এতিমখানার জায়গা দখলের চেষ্টা করছে। লাঠিসোটা নিয়ে জায়গায় হানা দেয়। শিক্ষার্থীরা ভয় ও উৎকন্ঠায় রয়েছে।

পেকুয়া থানার এসআই আবদুল কাদের জানায়,আমরা সেখানে গিয়েছিলাম। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না করতে সতর্ক করা হয়েছে।

কেএস 

Link copied!