Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

এনায়েতপুরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ৬, ২০২২, ০৪:২২ পিএম


এনায়েতপুরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

সিরাজগঞ্জের এনায়েতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিলআহম্মেদ (১৬) এক কিশোরের মৃত্যু হয়েছে। জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামের হাসেম আলীর ছেলে শাকিল আহম্মেদ (১৬)।

শনিবার (৬ আগস্ট) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, বন্ধুর বিয়ে খাওয়ার জন্য খুকনি ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে ভোরে বাড়ি থেকে বেড় হয়। সেখানে বিয়েকে উদ্দেশ্য করে সাউন্ড  বক্স এর লাইন দেওয়ায় সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনা স্থলে মিত্যু বরণ করেন।

ঘটনা স্থলে উপস্থিত বন্ধুরা বলেন, বিয়েতে সাউন্ড বক্সে বাজানোর জন্য লাইন দেওয়া হচ্ছিল, লাইন দেওয়া শেষে ছিদ্র তারের উপর পা রাখায় ঘটনা ঘটে।

কেএস 

Link copied!