Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

আগস্ট ৬, ২০২২, ০৮:২৪ পিএম


স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যার চেষ্টা
প্রতীকী ছবি

চট্টগ্রামের রাউজান উপজেলায় স্বামীর সাথে অভিমান করে শিমু বেগম (ছদ্মনাম) নামে এক গৃহবধূ ব্রিজ থেকে নদীতে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।  

শনিবার (৬ আগস্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে  হালদা নদীর মদুনাঘাট ব্রিজ থেকে গৃহবধূটি ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।শিমু  রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের এক প্রবাসীর স্ত্রী। গত ৬ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের ঘরে ১ মেয়ে ও ১ ছেলে রয়েছে। ঝাঁপ দেওয়া স্থানের প্রায় এক হাজার ফুট দূরে রাউজান উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মইশকরম এলাকায় নিজেই সাতার কেটে নদীর পাড়ে উঠেন শিমু। পরে স্থানীয় বাসিন্দা রেজাউল করিমের ঘরে স্থান নেন গৃহবধূটি।

গৃহবধূ জানান, গতরাতে স্বামী ফোন করে মরে যেতে বলেন। মূলত সে কারণে সে ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এছাড়াও গৃহবধূ অভিযোগ করেন, তার শাশুড়ী ও স্বামী থাকে নির্যাতন করত সবসময়। তবে কি কারণে নির্যাতন করত সে ব্যাপারে কিছু জানাননি তিনি।

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে। বর্তমানে গৃহবধূ আমাদের হেফাজতে রাখা হয়েছে গৃহবধূর পরিবার আসলে তাদেরকে হস্তান্তর করা হবে।

কেএস 
 

Link copied!