Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাগাতিপাড়ায় শোকদিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

আগস্ট ৭, ২০২২, ০৪:১৬ পিএম


বাগাতিপাড়ায় শোকদিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উদযাপন উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ আগস্ট) বেলা ১১ টার সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে বড়াল সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাগাতিপাড়া উপজেলার নবাগত নির্বাহী অফিসার নিলুফা সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।

এছাড়া আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশন (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম অনন্যা, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদি, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু সহ আরো অনেক।

এসময় সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, বাগাতিপাড়া পৌর প্যানেল মেয়র, ইউনিয়নের চেয়ারম্যানগন, সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য ভাবে পালনের কর্মসূচির মধ্যে রয়েছে শিক্ষ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, সকল সরকারী-বেসরকারী, অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, বঙ্গবন্ধুর প্রতিককৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, এতিমখানা, হাসপাতালে রোগীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন ও বাদ যোহর মসজিদে দোয়া মাহফিল এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে দিবসের আলোকে বিশেষ প্রার্থনাসহ জাতীয় শোকদিবসের নানা কর্মসূচি হাতে নেয়া হয়।

কেএস 

Link copied!