Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

বেনাপোলে আমদানিকৃত পণ্যের সাথে ফেনসিডিল

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল প্রতিনিধি

আগস্ট ৭, ২০২২, ০৭:৫৫ পিএম


বেনাপোলে আমদানিকৃত পণ্যের সাথে ফেনসিডিল

বেনাপোল স্থলবন্দরে আমদানি পণ্য বোঝাই ভারতীয় একটি ট্রাক থেকে ৫৯৯ বোতল ফেনসিডিল, ভারতীয় ওষুধ ও ইনজেকশন জব্দ করা হয়েছে।

রোববার দুপুরে বেনাপোল বন্দরে মাইক্রোসেল পিটি পণ্যবাহী ট্রাক থেকে এসব জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা।

কাস্টমস সূত্রে জানা যায়, ভারতীয় ট্রাক নং ডাব্লিউ বি ৪১ই ০৯১৮ গাড়ি রোববার সকালে বেনাপোল বন্দরে প্রবেশের পর বিশেষ গোপন খবরে কাস্টমস গাড়ি টি বন্দর থেকে কাস্টম হাউজে এনে বিভিন্ন সংস্থার সামনে গাড়ির ত্রিপল খুলে ৫৯৯ বোতল ভারতীয় ফেনসিডিল এবং বিভিন্ন ধরনের ঔষধ খুঁজে পায়।

ঢাকার আমদানি কারক প্রতিষ্ঠান স্মার্ট লাইফ ফুটওয়ার ইন্ডাস্ট্রিজ ৭ আগস্ট মাইক্রোসেল পিটি নামে একটি পণ্য আমদানি করেন। যার আমদানি মূল্য ৩৭ হাজার মার্কিন ডলার। পন্যচালানটির রপ্তানি প্রতিষ্ঠানের নাম এসএস ব্লু-কেম ইন্ডাস্ট্রি রাজস্থান ভারত। সুঁজুতি এন্টারপ্রাইজ নামক একটি সিএন্ডএফ এজেন্ট পন্যচালানটি খালাশের আগেই কাস্টমের জালে ধরা পড়ে গেল চোরাই পণ্য ভর্তি ট্রাকটি।

বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র আমদানি পণ্যবাহি ট্রাকে চোরাচালানের মালামাল পাচার করছে। গত ৩ মাসে এ ধরনের অনেকগুলো চালান আটক করা হয়েছে। ট্রাকের চালক আমদানিকার এবং সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে থানায় ফৌজদারি মামলা রুজু করা হবে।

আমারসংবাদ/এসএম

Link copied!