Amar Sangbad
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪,

বরিশালে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

আগস্ট ৮, ২০২২, ০৪:৩৮ পিএম


বরিশালে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

ডিজেল, পেট্রোল ও ইউরিয়া সারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ করা এবং চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় দাম কমিয়ে সারাদেশে রেশনিং ব্যবস্থা চালু করার দাবীতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটি।

সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখে একর্মসূচি পালিত হয়। অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ, শহা আজিজুর রহমান খোকন, উপাধক্ষ হারুন অর রশিদ প্রমূখ।

এসময় বক্তরা বলেন, এই অবৈধ নিশি রাতের সরকার যেভাবে রাতের অন্ধকারে ক্ষমতায় এসেছে ঠিক তেমনিভাবে রাতের আধারে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি করে দেশের সাধার মানুষের বুকে লাথি মেরেছে। সরকার তামাশার গণতন্ত্র মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলন্ঠিত করেছে। এর জবাব দেশের মানুষের কাছে শ্রীলংকার মত করে দিতে হবে।

কেএস 

Link copied!