Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট প্রতিনিধি

আগস্ট ৮, ২০২২, ০৫:০২ পিএম


পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবিতে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (৮ আগস্ট) ১১ টার দিকে পাঁচবিবি রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ফিরোজা বেগুম বলেন, আমি রেললাইনের পাশেই দাঁড়িয়ে ছিলাম। ওই বৃদ্ধা রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটাপড়ে ঘটনাস্থেই মারা গেছেন। ওই মহিলাকে আমরা কেউ চিনিনা।

পাঁচবিবি রেলওয়ে স্টেশন মাষ্টার মোঃ আনোয়ার হোসেন বলেন, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি পাঁচবিবি রেল স্টেশন অতিক্রমের সময় ওই বৃদ্ধা টেনে কাটাপড়ে মারা গেছেন।

কেএস 

Link copied!