Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

আগস্ট ৮, ২০২২, ০৫:৪১ পিএম


নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তার ২

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ইয়াবাসহ দুইজন মাদককারবারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৮ আগস্ট) সকাল ৯টায় উপজেলার ছয়ানী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের তৈয়বপুরের মৃত সৈয়দ আহম্মদের ছেলে আব্দুর রহিম (৪৫) এবং একই ইউনিয়নের লক্ষণপুরের সিরাজুল ইসলামের ছেলে নুরুল ইসলাম (৫০)।

সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ছয়শত পিস ইয়াবা, মাদকদ্রব্য পরিবহন এবং বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, নগদ ৬২ হাজার টাকা এবং ৪টি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ । আসামিরা এলাকার পেশাদার মাদক কারবারি এবং এলাকার চিহ্নিত অপরাধী বলে জানায় পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক, বিস্ফোরক ও হত্যাসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

আমারসংবাদ/এসএম

Link copied!