Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পাঁচবিবিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট প্রতিনিধি

আগস্ট ৮, ২০২২, ০৫:৫৫ পিএম


পাঁচবিবিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জাম্বুবান গ্রামে পুকুরের পানিতে ডুবে মোরসালিন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৮ আগস্ট) সকালে এই ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার জাম্বুবান গ্রামের ফারুক হোসেনের ছেলে।

শিশুটির পরিবার জানায়, ভোরে ঘুম থেকে উঠে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলাধুলা করছিলো। কখন যে পানিতে ডুবে গেছে তা কেউ বলতে পারেনা। এদিকে দীর্ঘ সময় ছেলেকে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে পুকুরে পানিতে শিশুটিকে ভাসতে দেখে। এসময় পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএস 

Link copied!