Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন মেয়র আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আগস্ট ৮, ২০২২, ০৭:৫৭ পিএম


প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন মেয়র আইভী

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন নারায়ণগঞ্জ (নাসিক) মেয়র ডা সেলিনা হায়াৎ আইভী।

রোববার (৮ আগস্ট) মেয়র আইভীর ঘনিষ্ঠ সূত্রে এ তথ্য জানাগেছে। এর আগে গতকাল রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী সেলের মহাপরিচালক আল মামুন মোর্শেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

তবে মেয়র থাকাকালীন সময়ে দুই বার উপমন্ত্রীর পদমর্যাদা পান মেয়র ডা সেলিনা হায়াৎ আইভী। 
বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, ঢাকা উওর সিটির মেয়র মোঃ আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটির মেয়র ফজলে নুর তাপস এছাড়াও চট্টগ্রাম সিটি কপোরেশন মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী ও নারায়ণগঞ্জ সিটি কপোরেশন মেয়র ডা সেলিনা হায়াৎ আইভীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১১ সালের ৩০ অক্টোবর ডা সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জের প্রথম সিটি কপোরেশন নাসিক মেয়র নির্বাচিত হন। মেয়র থাকাকালীন সময়ে সেলিনা হায়াৎ আইভীকে ২০১৫ সালের ২১ জুন উপমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়। পরে ২০১৬ সালে দ্বিতীয় দফায় মেয়র নির্বাচিত হওয়ায় তাকে ২০১৭ সালে ও উপমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়। এরপর ২০২২ সালের ১৬ জানুয়ারি নানান প্রতিকূলতার পর তৃতীয় বারের মতো মেয়র পদে নির্বাচিত হন। আর তৃতীয় বারের মতো মেয়রের আসনে নির্বাচিত হয়ে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ করেন।

কেএস 

Link copied!