Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি

বরিশালে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

আগস্ট ৮, ২০২২, ০৮:১৪ পিএম


বরিশালে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অজুহাতে বরিশালে জ্বালানি গ্যাসের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। গত দুই দিন ধরে এলপিজি গ্যাসের পরিবেশকরা খুচরা গ্যাস ব্যবসায়ীদের সাথে সবধরনের যোগাযোগ বন্ধ রেখেছেন। দেখা পাওয়া যাচ্ছেনা সাব ডিলারদেরও। অবশ্য পূর্ব নির্ধারিত দামের চেয়ে ৮০-১০০ টাকা দাম বাড়িয়ে কোন কোন পরিবেশক রান্না গ্যাস বিক্রি করছেন বলে জানা গেছে।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, দাম বাড়ানোর কৌশল হিসেবেই তাদেরকে গ্যাস দিচ্ছেন না পরিবেশকরা। অপরদিকে এ ব্যাপারে কোন ধরণের মন্তব্য করতে রাজী নন পরিবেশকরা।

খোঁজ নিয়ে গেছে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরপরই খুচরা বাজারে গ্যাসের সংকট দেখা দেয়। গত দুই দিন ধরে বরিশাল নগরীর খুচরা দোকানগুলোতে গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাস সাপ্লাইকারী কোন গাড়ির দেখা মিলছে না নগরীতে। যদিও বা পাওয়া যায় তাও ৮০-১০০ টাকা বেশি দরে কিনতে হচ্ছে ক্রেতাদের।

সরেজমিনে বরিশাল নগরীর বিভিন্ন গ্যাস ডিপোতে গিয়ে বন্ধ পাওয়া যায়।

ডিপোর সামনে অবস্থানরত কয়েকজন শ্রমিক জানান, গ্যাস নেই। তাছাড়া গ্যাসের আমদানী ও রপ্তানি বন্ধ রয়েছে বলেও জানান তারা।

রুপাতলী এলাকার খুচরা গ্যাস বিক্রেতা আলমগীর জানান, গত বৃহস্পতিবার পর্যন্ত গ্যাসের দাম বাড়ার কোন সংবাদ তারা পাননি। তবে শুক্রবার জ্বালানি তেলের দাম বাড়ার ঘোষণার পরপরই গ্যাসের ডিলার বা সাব ডিলারদের সাথে যোগাযোগ করলেও কাউকে পাওয়া যায়নি।

আরেক খুচরা ব্যবসায়ী শফিক জানান, গত দুই দিন যাবত কোন ডিলারে দেখা পাওয়া যায়নি। এমনকি মুঠোফোনও বন্ধ করে রেখেছেন তারা। তবে বিশ্বস্ত ব্যবসায়ীদেরকে দু’একটি সিলিন্ডার দিলেও তা অতিরিক্ত দামে কিনতে হচ্ছে বলেন তিনি।

খুচরা গ্যাস বিক্রেতাদের দাবী, গ্যাসের দাম বাড়ানোর জন্যই গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করছেন সংশ্লিষ্টরা। এদিকে হঠাৎ করেই বরিশালে গ্যাস সংকট দেখা দেয়ায় বিপাকে পড়েছেন ভোক্তা সাধারণ।

হাসেম নামে এক রিকশাচালক বলেন, খালি গ্যাস সিলিন্ডার নিয়ে বিভিন্ন স্থানে ঘুরেও গ্যাস ভর্তি সিলিন্ডার কিনতে পারেননি তিনি। বাধ্য হয়ে ১০ কেজি লাকড়ি কিনেছেন তিনি। এমন পরিস্থিতি হলে লাকড়ির উপরই নির্ভর হতে হবে বেশিরভাগ শ্রমজীবী মানুষকে বলেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন এলপিজি গ্যাসের সাব ডিলার বলেন, গ্যাসের দাম বাড়তে পারে এজন্য খুচরা বিক্রেতাদের সাথে তাদের যোগাযোগ বন্ধ রাখতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে একাধিক ডিলারের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি। বেশিরভাগ ডিলার ডিপো বন্ধ রেখেছেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশালে সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া বলেন, কৃত্রিম গ্যাস সংকটের বিষয়টি তার জানা নেই।

তিনি বলেন, আগস্ট মাসের জন্য সরকার কর্তৃক মূল্য নির্ধারণ করা আছে। নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে কেউ গ্যাস বিক্রির অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আমারসংবাদ/এসএম

Link copied!