Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ইউএনও’র সহযোগিতায় স্কুল ব্যাগ পেল ২০ শিক্ষার্থী পেল

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

আগস্ট ৯, ২০২২, ০৩:৫৬ পিএম


ইউএনও’র সহযোগিতায় স্কুল ব্যাগ পেল ২০ শিক্ষার্থী পেল

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সহযোগিতায় ও উপজেলা পরিষদের অর্থায়নে ত্রিমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ শিক্ষার্থী পেলেন স্কুল ব্যাগ।

জানা গেছে, সোমবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার লতিফপুর ইউনিয়নের ত্রিমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে ক্ষুদে ২০ শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেন, লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন বলেন, সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের স্কুল পরিদর্শন করে অনেক শিক্ষার্থীর কাছে স্কুল ব্যাগ না থাকার বিষয়টি লক্ষ করেন। উন্নত মানের স্কুল ব্যাগ পেয়ে শিক্ষার্থীরা খুবই আনন্দদিত।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, বিদ্যালয় পরিদর্শন করে অনেকের কাছে স্কুল ব্যাগ দেখতে না পেয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম। সমাজে সকলের আর্থিক অবস্থা এক রকম না। আমি চাই সব শিশুরা যেন আনন্দের সাথে তাদের লেখাপড়া চালিয়ে যেতে পারে।

কেএস

Link copied!