Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

আগস্ট ৯, ২০২২, ০৬:০১ পিএম


হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ শাহাদাত হোসেন (৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুর ১টা ৪৫মিনিটের দিকে পৌরসভার আলীপুর এলাকার রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শাহাদাত হোসেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের মোহাম্মদ জসিম উদ্দীনের ছেলে। তার মা-বাবার সাথে হাটহাজারী রেলস্টেশনের সামান্য উত্তরে মদিনা আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকেন বলে জানা গেছে। সে রেলস্টেশনের পূর্বে ইসলামিয়া আরবীয়া তা‍‍`লীমুল কোরআন মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র।

জানা যায়, তেলবাহী একটি ট্রেন পৌরসভার এগারো মাইল এলাকার বিদ্যুৎ কেন্দ্রে তেল নামিয়ে স্টেশনে এসে থামতে শুরুকরে, এমন সময় শাহাদাত হোসেন লাফিয়ে ট্রেনে উঠার চেষ্টা করলে পা পিছলে নিচে পড়ে যায়। সাথে সাথে ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয় ঘটনাস্থল পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহিদুল আলম, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদত হোসেন, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন সবুজ ও রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নাজিম উদ্দীন।

কেএস

Link copied!