Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

গাজীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

এস এম জহিরুল ইসলাম, গাজীপুর

এস এম জহিরুল ইসলাম, গাজীপুর

আগস্ট ৯, ২০২২, ০৬:০৪ পিএম


গাজীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার কড্ডা খোয়ারপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো- কড্ডা খোয়ারপাড়ার আলী আকবরের ছেলে সাঈম হোসেন (১৩) ও একই এলাকার মঞ্জু মিয়ার ছেলে শিশির (১২)।  

পুলিশ ও এলাকাবাসী জানায়, কড্ডা খোয়ারপাড়া মসজিদের পাশে তুরাগ নদে তিন শিশু গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে সাঈম ও শিশির পানিতে ডুবে যায়। এ সময় অপর এক শিশু চিৎকার শুরু করে। পরে আশপাশের লোকজন গিয়ে সাঈম ও শিশিরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউজ্জামান জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।  

কেএস

Link copied!