Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবি: নিখোঁজ ১৩ জেলে

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ৯, ২০২২, ০৮:৫৫ পিএম


বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবি: নিখোঁজ ১৩ জেলে

নোয়াখালী হাতিয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় চার জেলে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে আরও ১৩ জন।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে ট্রলারের মালিক হাতিয়ার জাহাজমারা আমতলি গ্রামের বাসিন্দা লুৎফুল্লাহিল মজিব নিশান এ তথ্য নিশ্চিত করেছেন।

লুৎফুল্লাহিল মজিব নিশান জানান, আজ মঙ্গলবার ভোরে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে পটুয়াখালীর জেলার দক্ষিণে বঙ্গোপসাগরে ডুবে যায়। এ সময় পাশে থাকা একটি ট্রলার চার জেলেকে উদ্ধার করে। পরে তাদের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর নিয়ে আসে। তবে উদ্ধার হওয়া জেলেরা আজ মঙ্গলবার বিকেলে মোবাইলে এ সংবাদ জানান।

স্থানীয়রা জানান, এমভি নিশান নামে ট্রলারটি জাহাজমারা আমতলী ঘাট থেকে গত এক সপ্তাহ আগে ১৭ মাঝিকে নিয়ে সাগরে মাছ শিকারে যায়। ট্রলারে থাকা সব মাঝির বাড়ি হাতিয়ার উপজেলার বিভিন্ন ইউনিয়নে।

নিখোঁজ জেলেদের মধ্যে একজন মো. সোহেল (২২) উপজেলার জাহাজমারা আমতলী গ্রামের এনায়েত মাঝির ছেলে। তার ভাই মোটরসাইকেল চালক মো. রাসেল জানান, জীবিত উদ্ধার হওয়া চার জনের মধ্যে একজন ট্রলারের মাঝি মো. শামীম (৪৫)। তার সঙ্গে মোবাইলে যোগাযোগ হয়েছে।

শামীম তাকে জানান, ট্রলারটি ঝড়ের কবলে পড়ে উল্টে যায়। এতে তিনিসহ চারজনকে অন্য একটি ট্রলার উদ্ধার করে। তবে অন্যদের সবাই কেবিনের মধ্যে থাকায় বেঁচে থাকার সম্ভাবনা নেই। সাগর উত্তাল থাকায় সেখানে কোনো ট্রলার যাওয়া সম্ভব হচ্ছেনা।

হাতিয়ার জাহাজমারা ইউপি চেয়ারম্যান মাসুম বিল্লাহ জানান, দুর্ঘটনার কবলে পড়া ট্রলারটি জাহাজমারা আমতলী ঘাটের। নিখোঁজ ১৩ জেলের মধ্যে পাঁচজনের বাড়ি জাহাজমারা আমতলী গ্রামে। অন্য আটজনের বাড়ি একই উপজেলার হরনী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে।

এ বিষয়ে হাতিয়ার জাহাজমারা ফাঁড়ি থানার ইনচার্জ এস আই মাসুদ জানান, সাগরে ট্রলার ডুবে জেলে নিখোঁজ হওয়ার ঘটনাটি শুনেছি। এ ঘটনাটি পটুয়াখালী জেলার পাশে কোন এক জায়গায় হবে।

এবি

Link copied!