Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মানবপাচার মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আগস্ট ১০, ২০২২, ০৪:৪৯ পিএম


মানবপাচার মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

মানবপাচার মামলায় দুই নারীসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে নিদোর্ষ প্রমাণিত হওয়ায় এ মামলা থেকে আরো চারজনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (১০ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু আদালতে বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, জেসমিন, মর্জিনা, টিটু ও সালাউদ্দিন।

খালাস প্রাপ্ত আসামিরা হলেন, মোঃ হোসেন সাগর,জাকির হোসেন, মোঃ আসলাম ও মোঃ শরীফ।
রায়ের সত্যতা নিশ্চিত করে রাষ্ট্র পক্ষের পিপি এড রকিব উদ্দিন আহমেদ জানান, স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত এ রায় দেন।

এ বিষয়ে কোর্ট পুলিশের ইন্সপেক্টর আসাদুজ্জামান বলেন, ২০১৬ সালের ২৭ ডিসেম্বর অপহরণের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় আসামীদের জড়িত থাকার অভিযোগে নারীসহ চারজনকে যাবজ্জীবন ও চারজনকে খালাস দেওয়া হয়েছে।

কেএস 

Link copied!