Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

৩৩ জন নারীকে সেলাই মেশিন দিলেন যুবলীগের মাজহারুল ইসলাম

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ১০, ২০২২, ০৫:৪১ পিএম


৩৩ জন নারীকে সেলাই মেশিন দিলেন যুবলীগের মাজহারুল ইসলাম

নরসিংদীর মনোহরদী ও বেলাব উপজেলায় পিছিয়ে পড়া ৩৩ জন নারীকে সেলাই মেশিন উপহার দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম। এছাড়া ৭ জন অসহায় মানুষের জীবন-যাপন সহজ করতে ৭টি হুইল চেয়ার বিতরণ করেছেন তিনি।

সর্বশেষ মঙ্গলবার (৯ আগস্ট) মনোহরদী পৌরসভার ২ নং ওয়ার্ডের (চরপাড়া) হামিদ ব্যাপারী বাড়ির মো. সালাম, চন্দনবাড়ী  ইউনিয়নের মোসাম্মৎ রিজিয়া খাতুন ও একদরিয়া ইউনিয়নের শামিন জাহান স্বর্নাকে ৩টি হুইল চেয়ার দেন তিনি।

জানা যায়, কাজী মো. মাজহারুল ইসলাম দীর্ঘদিন ধরে মনোহরদী ও বেলাব উপজেলা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। করোনাকালে তিনি ধারাবাহিকভাবে সাধারণ মানুষকে খাদ্য ও চিকিৎসা সহায়তা দিয়ে আসছেন।

কাজী মো. মাজহারুল ইসলাম জানান, যুবলীগের মানবিক কাজের অংশ হিসেবে এবং আমার ব্যক্তিগত আগ্রহে মনোহরদী ও বেলাব উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি সব সময়।

অসহায় মানুষের পাশে এমন কিছু নিয়ে দাঁড়ানোর চেস্টা করি, যাতে ঘুরে দাঁড়াতে পারে। এ পর্যন্ত ৩৩ জন নারীকে সেলাই মেশিন উপহার দিয়েছে। এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

আমারসংবাদ/টিএইচ

Link copied!