Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ব্রাহ্মণপাড়ায় বিদ্যালয়ে মিড ডে মিলের টিফিন বক্স বিতরণ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

আগস্ট ১০, ২০২২, ০৭:১৭ পিএম


ব্রাহ্মণপাড়ায় বিদ্যালয়ে মিড ডে মিলের টিফিন বক্স বিতরণ

কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার (১০ আগস্ট) গরীব শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিলের টিফিন বক্স বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টিফিন বক্সের অভাবে দুপুরে অনেক শিক্ষার্থী খাবার না খেয়ে স্কুলে অংশ নেয়। এতে শিক্ষা কার্যক্রম ব্যহত হয়।

এই সমস্যা সমাধানে ৫০ জন গরীব শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিল আনার জন্য টিফিন বক্স বিতরণ করা হয়। এই উদ্যোগটি বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করেন ব্রাহ্মণপাড়া উপজেলার নির্বাহী অফিসার সোহেল রানা। ইউএনও উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করে।

টিফিন বক্স বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির চৌধুরী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রূনাক জাহান, ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ নার্গিস আক্তার।

কেএস 

Link copied!