Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সেতুতে ওঠার আগে ইঞ্জিন বিকল, ৬ ঘণ্টা পর ছাড়ল ট্রেন

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

আগস্ট ১১, ২০২২, ১১:৫৪ এএম


সেতুতে ওঠার আগে ইঞ্জিন বিকল, ৬ ঘণ্টা পর ছাড়ল ট্রেন

ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় স্টেশনে ইঞ্জিন বিকল হ‌য়ে ৬ ঘণ্টা আটকে ছিল লালমনিরহাট এক্সপ্রেস ট্রেন। পরে ইঞ্জিন মেরামত করে লালমনিরহাট উদ্দেশ্যে ছে‌ড়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বুধবার রাত ১২টা ৩৩ মিনিট থেকে বৃহস্পতিবার সকাল ৬টা ২৫ মিনিট পর্যন্ত ঢাকা থে‌কে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস ট্রেন‌টির ইঞ্জিন বিকল হয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে স্টেশনে আট‌কেছিল। অতিরিক্ত গরমের কারণে ট্রেনের ইঞ্জিন বিকল হ‌য়ে থাকতে পারে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন মাস্টার ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পূর্ব স্টেশনে পাড়ে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। এ কারণে ওই স্টেশনেই রাত ১২টা ৩৩ মিনিট থেকে ট্রেনটি আটককে ছিল। মেরামত শেষে ট্রেন‌টি বৃহস্পতিবার সকাল ৬টা ২৫ মিনিটে পুনরায় লালমনিরহাট উদ্দেশ্যে ছেড়ে গেছে।

আমারসংবাদ/এসএম

Link copied!