Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কলাপাড়ায় মটরসাইকেল দুর্ঘটনায় বন কর্মকর্তা নিহত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

আগস্ট ১২, ২০২২, ০৩:২৩ পিএম


কলাপাড়ায় মটরসাইকেল দুর্ঘটনায় বন কর্মকর্তা নিহত

পটুয়াখালীর কলাপাড়ায় টমটমের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় আবদুস সালাম বিশ্বাস (৫৭) নামের এক বন কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে আমতলী-কলাপাড়া মহাসড়কের ফোরলেন সংলগ্ন রজপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত সালাম কলাপাড়া বন বিভাগের সাবেক রেঞ্জ কর্মকর্তা ও আমতলী উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বন কর্মকর্তা আবদুস সালাম বিশ্বাস তার অফিসের কাজ শেষে কলাপাড়ার উদ্যেশে রওয়ানা করেন। 

এসময় কলাপাড়া উপজেলা টিয়াখালী ইউনিয়নের রজপাড়া নামক স্থানে গাছ ভর্তী একটি টমটম গাড়ির সাথে সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্বার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 
প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যবরণ করেন। আবদুস সালাম বিশ্বাস কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের চৌরাস্তাা এলাকার বাসিন্দা ছিলেন। তার গ্রামের বাড়ি বাউফল উপজেলায়।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আমারসংবাদ/টিএইচ

Link copied!